প্রক্রিয়া:
ফি:
২. ভোটার তালিকাভূক্ত হওয়া:
প্রক্রিয়া:
নির্বাচন কমিশনের সময়সীমা অনুযায়ী: নির্বাচনী কমিশন নির্ধারিত সময়সীমা অনুযায়ী, নির্বাচন কমিশনের স্থানে গিয়ে নির্দিষ্ট ফরম পূরণ এবং ছবির মাধ্যমে ভোটার তালিকাভুক্তি করতে হবে।
উপজেলা নির্বাচন অফিস: উপজেলার নির্বাচন অফিসে ফরম-২ পূরণের মাধ্যমে ভোটার তালিকাভুক্তি করা যায়।
আবেদন করতে প্রযোজ্য নথিপত্র:
ক) পিতা, মাতার এনআইডি (মৃত হলে মৃত্যু সনদ) এবং (বিবাহিত হলে স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও বিবাহের কাবিননামা) সত্যায়িত;
খ) জন্ম সনদ অনলাইন (১৭ সংখ্যার) ফটোকপি সত্যায়িত;
গ) এস,এস,সি/সমমান সনদ, অন্যান্য ক্ষেত্রে পিএসসি/জেএসসি/সমমান সনদ;
ঘ) চৌকিদারি রশিদ (ইউনিয়নের ক্ষেত্রে)/ পৌরকর রশিদ (পৌরসভার ক্ষেত্রে) ও বিদ্যুৎ বিলের ফটোকপি সত্যায়িত (যা আবেদনকারীর নিজ নামে অথবা অভিভাবকের নামে থাকতে হবে);
ঙ) ভোটার হতে বাদ পড়ার জন্য প্রত্যয়নপত্র;
চ) নাগরিক সনদ;
চ) বিদেশে অবস্থান করলে তার পাসপোর্টের ফটোকপি সত্যায়িত;
ছ) দ্বৈত নাগরিকত্ব হয়ে থাকলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক দ্বৈত নাগরিকত¦ সনদ থাকতে হবে;
জ) রক্তের গ্রপ নির্ণয়ের রিপোর্ট;
ঝ) পারিবারিক সনদ। (প্রযোজ্য ক্ষেত্রে)
৩. জাতীয় পরিচয়পত্র পাওয়ার প্রক্রিয়া:
প্রক্রিয়া:
নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সীমা অনুযায়ী: নির্বাচনী কমিশন নির্ধারিত স্থানে গিয়ে ফরম পূরণ এবং ছবি তোলার মাধ্যমে ভোটার হওয়া যাবে। অনলাইন থেকে জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহ করা যাবে। পরবর্তীতে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ থেকে স্মার্ট জাতীয়পরিচয়পত্র প্রাপ্তি সাপেক্ষে মাঠ পর্যায়ের বিতরণ করা হবে।
প্রবাসী ভোটার নিবন্ধন: অনলাইনে আবেদন করার পর নির্ধারিত Appoinment মোতাবেক আবেদনের হার্ডকপি ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বাংলাদেশি দূতাবাসে গিয়ে ভোটারদের ছবি ও বায়োমেট্রিক তথ্য (আঙুলের ছাপ) প্রদান করতে হয়। এরপর আবেদনটি স্থানীয় উপজেলা নির্বাচন অফিসে তদন্ত সম্পন্ন হয়। যাচাই-বাছাই সফল হলে, পরবর্তী ধাপের কাজ শুরু হয়। এরপর প্রবাসী নাগরিকদের জাতীয় পরিচয়পত্র ইস্যু করা হয়। আইডি কার্ড তাদের কাছে পৌঁছানোর জন্য সংশ্লিষ্ট দূতাবাসে পাঠানো হয়। (কয়েকটি দেশে বর্তমান কার্যক্রম চালু রয়েছে)
স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি: ভোটার তালিকায় নিবন্ধনের পর জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, ঢাকা হতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র মুদ্রিত হয়ে উপজেলা নির্বাচন অফিসে প্রেরণ করা হয়। তারপর স্থানীয় ভাবে ভোটারদের মাঝে বিতরণ করা হয়ে থাকে।
হারানো জাতীয় পরিচয়পত্র পেতে:
এছাড়া: ডুপ্লিকেট বা রিইস্যু আবেদন ফরম-৬ পূরণ করে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা-এ আবেদন করতে হবে এবং জরুরী ফি প্রদান সাপেক্ষে জাতীয় পরিচয়পত্র পুনরায় ইস্যু করা হবে। অথবা আবেদনটি অনলাইনেও ইস্যু করা যেতে পারে।
৪. জাতীয় পরিচয়পত্র সংশোধন:
প্রক্রিয়া:
উপজেলা নির্বাচন অফিসে আবেদন: উপজেলা নির্বাচন অফিসে গিয়ে অথবা অনলাইনে সংশ্লিষ্ট দলিলাদি সংযুক্ত করে জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন করতে হবে।
অনলাইন আবেদন: জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য অনলাইনে আবেদন করা যাবে। https://services.nidw.gov.bd ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন করা যাবে।
ফি: নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
৫. ভোটার স্থানান্তর:
প্রক্রিয়া:
৬. মৃত ভোটার কর্তন:
প্রক্রিয়া:
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস