নির্বাচন কমিশন কর্তৃক মাঠ পর্যায়ে বিভিন্ন সময়ে ভোটার তালিকা হালনাগাদ করন কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়াও নিয়মিত অফিসে নতুন ভোটার নিবন্ধনের কার্যক্রম চলমান।
-:নতুন ভোটারের কি কি ডকুমেন্ট প্রয়োজন:-
১। পিতা, মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সত্যায়িত (পিতা, মাতা মৃত হলে অনলাইন মৃত্যু সনদ)
২। বিবাহিতদের ক্ষেত্রে স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র ও বিবাহের কাবিননামার ফটোকপি সত্যায়িত
৩। জন্ম সনদ (১৭ সংখ্যার) অনলাইন ফটোকপি সত্যায়িত।
৪। পিএসসি/জেএসসি/এস,এস,সি/সমমানের সার্টিফিকেট ফটোকপি সত্যায়িত।
৫। বিদেশে অবস্থান করলে তার পাসপোর্টের ফটোকপি সত্যায়িত। (দ্বৈতনাগরিকত্ব হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সনদ)
৬। নাগরিক সনদপত্র।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস