Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
নতুন ভোটার হতে করণীয়
বিস্তারিত

প্রথমে https://services.nidw.gov.bd এ গিয়ে আবেদন করতে হবে। আবেদনফরম প্রয়োজনীয় কাগজপত্রসহ অত্রাফিসে জমাপ্রদান। এর পর ছবি, আঙুলের ছাপ ও চোখের আইরিশ গ্রহণের মাধ্যমে নিবন্ধণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। 

-:নতুন ভোটারের কি কি ডকুমেন্ট প্রয়োজন:-

১। পিতা, মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সত্যায়িত (পিতা, মাতা মৃত হলে অনলাইন মৃত্যু সনদ)

২।  বিবাহিতদের ক্ষেত্রে স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র ও বিবাহের কাবিননামার ফটোকপি সত্যায়িত

৩। জন্ম সনদ (১৭ সংখ্যার) অনলাইন ফটোকপি সত্যায়িত।

৪। পিএসসি/জেএসসি/এস,এস,সি/সমমানের সার্টিফিকেট ফটোকপি সত্যায়িত।

৫। চৌকিদারি রশিদ (ইউনিয়নের ক্ষেত্রে)/ পৌরকর রশিদ (পৌরসভার ক্ষেত্রে) ও বিদ্যুৎ বিলের ফটোকপি সত্যায়িত। (যা আবেদনকারীর নিজ নামে অথবা অভিভাবকের নামে থাকতে হবে)

৬। ভোটার হতে বাদ পড়ার জন্য প্রত্যয়নপত্র (যা ওয়ার্ড মেম্বর অথবা ওয়ার্ড কমিশনারের স্বাক্ষর থাকতে হবে)

৭। বিদেশে অবস্থান করলে তার পাসপোর্টের ফটোকপি সত্যায়িত। (দ্বৈতনাগরিকত্ব হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সনদ প্রযোজ্য ক্ষেত্রে)

৮। নাগরিক সনদপত্র।

ফরমে স্বাক্ষর সংক্রান্ত

১। ফরম ২ অনলাইনে পূরণ করতে হবে  ওয়েব ঠিকানা (https://services.nidw.gov.bd) ও ফরম ১১ হাতে পূরণ করতে হবে।

২। ফরম-২ এ সনাক্তকারী হিসাবে একই ভোটার এলাকার যে কোন ভোটারের এনআইডি ও স্বাক্ষর হবে।

৩। ফরম-২ এ যাচাইকারী হিসাবে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বর অথবা ওয়ার্ড কমিশনারের নাম, আইডি নম্বর ও স্বাক্ষর, সিল থাকতে হবে।

বিঃদ্রঃ ফরম জমা দেওয়ার সময় এবং ছবিতোলার সময় ব্যক্তিকে উপস্থিত থাকতে হবে।


ডাউনলোড